তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, যেখানে আলোচনার প্রস্তাব খোলা আছে, সেখানে আলোচনাই সর্বোত্তম পন্থা। আলোচনায় বসুন, সমাধান করুন। রাজপথে হুমকি-ধামকি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যাবে না। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো করতে হলে আপনার আমার মত লাগবে।
সম্মিলিত মতের ভিত্তিতেই একটা অর্ন্তবর্তীকালীন সরকারের কাঠামো করতে পারবো।আমরা এক তরফাভাবে কোনো কাঠামো তৈরি করবো না, আপনিও কোনো কাঠামো চাপিয়ে দেবেন না।” শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “নির্বাচনকালীন সরকারের রূপরেখার প্রস্তাব সরকারের মাথায় আছে। এরকম একটা পরিস্থিতিতে বাধ্য করার কোনো প্রশ্নই আসে না। রাজপথে হুমকি দেয়াটা অত্যন্ত দুঃখজনক।” ঢাকাতে সভা সমাবেশ এক মাস নিষিদ্ধের ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, “এটা সাময়িক শর্ত সাপেক্ষ নির্দেশ। ঢাকার বাইরে সভা-সমাবেশ চালু আছে। ঢাকাতেও অনুমতি সাপেক্ষে সভা সমাবেশ করা যাবে।”
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসিন প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন