উখিয়ায় পুলিশের তাড়া খেয়ে গাছ চাপায় নিহত- ১, আটক-২

কায়সার হামিদ মানিক 
কক্সবাজারের উখিয়ায় পুলিশের তাড়া খেয়ে রাতের অন্ধকারে গাছ চাপা পড়ে একজন গাছ চোর নিহত হয়েছে। পুলিশ ও বন কর্মীরা ধাওয়া করে গাছ পাচারের দায়ে একটি জীপ গাড়ীসহ দুইজনকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করেছে। নিহত গাছ চোরের ব্যাপারে পুলিশ ও বনকর্মীরা সঠিক কিছু জানাতে পারেনি।


গতকাল বুধবার দিবাগত ভোর রাত ৪টার দিকে উখিয়ার ইনানী বন রেঞ্জের জালিয়া পালং বন বিট অফিস সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি বড় গর্জন মাদার ট্রি কাটার সংবাদে ইনানী বন রেঞ্জ কর্মকর্তা ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মাশরুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ ও বন কর্মী ঘটনাস্থলে পৌঁছায়। গাছ চোরের দল গাছ কাঁধে বহন করে অপেক্ষামান জীপে নেওয়ার সময় পুলিশ ও বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর সময় স্থানীয় দক্ষিণ পাইন্যাশিয়া গ্রামের মীর জাফরের ছেলে আমির হোছন (২৫) গাছ চাপা পড়ে। রাতের অন্ধকারে পুলিশ ও বনকর্মীদের ফাঁকি দিয়ে গাছ চোরের দল পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ধাওয়া করে একই গ্রামের ছৈয়দ আলম (২৮) ও পশ্চিম রতœা এলাকার বীরেন্দ্র দাশের ছেলে জন্টু দাশ (২৮) কে গাছ পরিবহণের জন্য অপেক্ষমান  একটি জীপ গাড়ী সহ আটক করা হয় বলে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ও ইনানী বন রেঞ্জ কর্মকর্তা সুনীল কুমার দেবরায় জানান। ওই পুলিশ কর্মকর্তা জানান, সোনাইছড়ি এলাকার মৃত রশিদ আহাম্মদের ছেলে বনদস্যুর গড ফাদার আবুল কালামের নেতৃত্বে ৭/৮ জন কাঠ চোর বনের গাছ কাটতে যায়। ইনানী ফাঁড়ির আইসি বলেন, গাছ চাপা পড়ে আহত ব্যক্তিকে অপরাপর গাছ চোরেরা কক্সবাজারে চিকিৎসার জন্য নিয়ে গেলেও হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানতে পারলেও লাশ কোথায় নিয়ে গেছে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় বনবিভাগ তিন জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন