ডেস্ক রিপোর্ট: হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ কাঞ্জরপাড়া জামে মসজিদে নগদ ১ লাখ টাকার অনুদান দিয়েছেন উখিয়া-টেকনাফের এমপি আব্দুর রহমান বদি। বৃহস্পতিবার সকাল ১০টায় এমপি বদি টেকনাফ থেকে হোয়াইক্যং যাওয়ার পথে স্থানীয় কেজি স্কুলের শিক্ষার্থী ও সাধারণ লোকজন এমপি বদিকে ঘিরে ধরে। এ সময় তারা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে এমপি বদিকে নামিয়ে সেখানকার দক্ষিণ কাঞ্জরপাড়া মসজিদের করুণ অবস্থা দেখান। ফলে এমপি বদি মসজিদে গিয়ে তাৎক্ষণিক ভাবে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। পরে এমপি হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে স্থানীয় হতদরিদ্রদের মাঝে ত্রাণের চাল বিতরণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন