ডেস্ক রিপোর্ট:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শাসকগোষ্ঠী বিভিন্ন কেন্দ্র দখল করে এবং নানাভাবে চাপ প্রয়োগ করে সিটি করপোরেশন নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে।
আজ শনিবার জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। ‘আমরা ক'জন’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে (ইসি) বলেছিলাম, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য সেনা মোতায়েন করতে। নিরপেক্ষ আচরণ করার জন্য ইসিকে আহ্বান জানানো হয়েছিল।’ তিনি বলেন, ‘কিন্তু আমরা যা দেখছি তা হলো শাসকগোষ্ঠী বিভিন্ন কেন্দ্র দখল করছে। ফলাফল নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এজন্যই আমরা জাতীয় নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে করার কথা বলেছি।’ তিনি আবারও দাবি করেন, ‘নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে দিতে হবে, যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড হয় এবং সবাই খেলার সমান সুযোগ পায়।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন