লোকনাথ ব্রহ্মচারী বাবার আর্দশে সম্প্রীতির অটুট বন্ধন সৃষ্টি করতে হবে

১২৩ তম তিরোধান দিবসের ধর্ম সম্মেলনে জেলা প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেছেন, লোকত্রাতা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আর্দশে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আমাদের জড়াতে হবে। তিনি বলেন, সকল সম্প্রদায়ের মানুষের মাঝে যদি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় থাকে থাকলে সুন্দর সমাজ ও দেশ গঠনে আমরা আরো একধাপ এগিয়ে যাবো।
জেলা প্রশাসক ৩ জুন দুপুরে শহরের বিজিবি ক্যাম্পস্থ ঝিলংজা মহাশ্মশান শ্রীশ্রী লোকনাথ মঠ মন্দির প্রাঙ্গনে আধ্যাত্ম নক্ষত্র ব্রহ্মানুদীপ্ত মহাযোগী শিবকল্পতরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৩তম তিরোধান উৎসবের ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া বলেন, সমাজ ব্যবস্থার উন্নয়নে ধর্ম পালনের বিকল্প নেই। আমরা স্বধর্ম পরিপালন করতে পারলে সমাজ ব্যবস্থার আমুল পরিবর্তন আনতে পারবো।
জেলার প্রবীন আইনজীবি দিলীপ কুমার আচার্য্যর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ধর্ম সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সাধনা দাশগুপ্ত। প্রধান ধর্মীয় আলোচকের বক্তব্যে দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক অজিত দাশ বলেন, ধর্মকে সঠিক পথে পরিচালনা করে নিজের চলাফেরার মধ্যে দিয়ে সমাজকে পরিবর্তন করা শিখিয়েছিলেন লোকত্রাতা লোকনাথ বাবা। ধর্ম সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পুজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও ঝিলংজা মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারন সম্পাদক উদয় শংকর পাল মিঠু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, ধর্মীয় আলোচক সন্তোষ দাশ, সুব্রত মল্লিক, সুজিত বিশ্বাস, উৎসব কমিটির সভাপতি সজল ধর, সাধারন সম্পাদক শিমুল মল্লিক প্রমুখ। সভা পরিচালনা করেন মাস্টার প্রদীপ শীল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন