রুমালিয়ার ছড়ার সন্ত্রাসীরা আরো বেপরোয়া : প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

নিজস্ব প্রতিবেদক
ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ ও পত্রিকায় সংবাদ প্রকাশের পর শহরের রুমালিয়ার ছড়ার চিহ্নিত সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তারা গতকাল দিনভর সংশ্লিষ্ট এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে জানান দিয়েছে, ওই এলাকায় থাকতে হলে তাদের কথায় চলতে হবে। অন্যথায় তারা নাকি লাশ কেটে টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেবে।
জানা গেছে, স্থানীয় ৭নং ওয়ার্ডের এবিসি ঘোনা এলাকাবাসির পক্ষে জনৈক নুরুল ইসলাম ইতোপূর্বে উক্ত এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে থানা, র‌্যাব ক্যাম্পসহ প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগে তিনি বলেন, স্থানীয় শেফায়েতুল আলম প্রকাশ বাবু, জাফর আলম, নবী হোছনসহ অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসীর হরেক কু-কর্মের কাহিনী। আবেদনে নুরুল ইসলাম প্রকাশ মাইজ্যা মিয়া উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করলেও অভিযোগ উঠেছে সদর মডেল থানা পুলিশ এখনো কার্যকর কোন ব্যবস্থা নিতে পারেনি। ফলে সন্ত্রাসীরা ক্ষমতাসীন দলের নাম ব্যবহারকারী আরো কিছু সন্ত্রাসী দলে ভিড়িয়ে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। তাদের হাতে নাকি বিপুল অস্ত্রশস্ত্র থাকায় এলাকাবাসি জিম্মি হয়ে পড়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন