টেকনাফে বিপুল অস্ত্র-শস্ত্রসহ হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ সাত মামলার পলাতক আসামী দুধর্ষ ডাকাত সর্দার বেলাল হোসেন(২৮)কে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পিছনে শিয়াইল্যা ঘোনা নামক পাহাড় থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারুক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে রঙ্গিখালী পাহাড়ে অভিযান চালিয়ে একটি লম্বা বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, চারটি দা ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। সে হ্নীলা ইউনিয়নের সাবেক মেম্বার মৃত আবু বক্করের ছেলে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ জানান, ধৃত বেলালের বিরুদ্ধে আলোচিত আওয়ামীলীগ নেতা কাসেম হত্যা, নারী ধর্ষণ, অস্ত্র, ডাকাতিসহ ৭ টি মামলা রয়েছে। পলাতক থেকে সে রোহিঙ্গা সন্ত্রাসীদের ব্যবহার করে সড়ক ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘঠিত করে আসছিল। প্রসংগত শনিবারও পুলিশ আরও দু’টি বন্দুকসহ চারজন রোহিঙ্গা ডাকাতকে আটক করে। গত ৪ জুন একটি বরযাত্রার গাড়ীসহ কয়েকটি গাড়ী ডাকাতির ঘটনায় অভিযানে নেমে ডাকাতসহ এসব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এসময় ডাকাতির ঘটনায় লুন্ঠিত কয়েকটি মোবাইল ও মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন