প্রেস বিজ্ঞপ্তি
উখিয়া উপজেলার রত্নাপালংয়ের টেকপাড়া এলাকার বাসিন্দা শহিদুল্লাহ্ কবিরের স্ত্রী হোসনে আরা বেগম (৩০) এর শরীরের ২টি বাল্বই নষ্ট হয়েছে। বাল্ব প্রতিস্থাপনের মাধ্যমে তাকে বাচাঁনো যাবে।
অসুস্থ মাকে বাচাঁতে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বাসির কাছে সাহায্য চেয়েছে ১২ বছরের সানজিদা কবির (নুহা)।
হোসনে আরার পরিবার জানান, ২ বছর যাবত সে অসুস্থ্য। গতবছর ডিসেম্বরে হাবিবুর রহমান নামে এক চিকিৎসককে তাকে দেখানো হয়। বিভিন্ন পরিক্ষ-নীরিক্ষা শেষে চিকিৎসক জানান, হোসনে আরার শরীরের ১টি বাল্ব নষ্ট হয়ে গেছে। ওই বাল্বটি প্রতিস্থাপন করতে আড়াই লক্ষ টাকা খরচ হবে। সেই থেকে স্থানীয় বিভিন্ন জনের কাছে ধন্না দিয়েও ওই টাকা যোগার করতে পারেনি হোসনে আরারা স্বামী শহিদুল্লাহ্ কবির।
সাম্প্রতি হোসনে আরার অসুস্থ্যতা আরো বেড়ে যাওয়ায় গত ৫ মে’ পুনরায় চিকিৎসক হাবিবুর রহমানকে তিনি দেখান। এই বারে চিকিৎসক জানান, হোসনে আরার শরীরের ২টি বাল্বই নষ্ট হয়ে গিয়েছে। জরুরীভাবে বাল্ব ২টি প্রতিস্থাপন করে তাকে সুস্থ করতে হবে এবং ১টির জন্য আড়ায় লক্ষ টাকা করে ৫ লক্ষ টাকা লাগবে।
এ অসহায় পরিবারের পক্ষ থেকে জেলাবাসি ও সংসদ সদস্যের কাছে সাহায্য কামনা করেছে অসুস্থ হোসনে আরার কন্যা সানজিদা কবির নূহা।
সাহায্য পাঠানোর ঠিকানা শহিদুল্লাহ কবির রতœাপালং উখিয়া। মোবাইল নং-০১৮৪০৮৭৯৮৮০। ব্যাংক একাউন্ট-রূপালি ব্যাংক সেইভিং নাম্বার-১০৯৬২ কোটবাজার শাখা, উখিয়া, কক্সবাজার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন