কক্সবাজার সরকারি কলেজে বিশ্ব পরিবেশ দিবস- ২০১৩ উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তি
‘ভেবে চিন্তে খাই-অপচয় কমাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদ্্যাপন করা হয় ০৫ জুন ২০১৩ খ্রিঃ, বুধবার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরীর নেতৃত্বে
শিক্ষক-কর্মচারি, ছাত্র-ছাত্রী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থপন করেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ হাবিবুল হক চৌধুরী। প্রাবন্ধিক তার উপস্থাপনায় পরিবেশ বিপর্যয় রোধে করণীয় ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে ভবিষ্যত প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন