টেকনাফে চলতি বছর বর্ষা মৌসুমেও ঝুকিপূর্ন একটি বাশেঁর উপর দিয়ে চলাচল করবে ৪ টি গ্রামের হাজার হাজার মানুষ । টেকনাফ সদর ইউনিয়নের পূর্বগোদার বিল ও পৌরসভার পশ্চিম অলিয়াবাদ এর মধ্যখানে খালের উপরে ৩ টি বাশঁ দিয়ে তৈরী করা হয়েছে একটি বাশের সাকো ।
আর এ সাকো দিয়ে চলাচল করছে প্রতিদিন ৪ টি গ্রামের হাজার হাজার মানুষ । দীর্ঘদিন ধরে গ্রামের হাজার হাজার মানুষ জীবনের ঝুকি নিয়ে এভাবে বাশেঁর উপর দিয়ে চলাচল করতে গিয়ে শতাধিক শিশু,মহিলা ও পুরুষ পা পিচলে পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে । তবুও জীবনের ঝুকি নিয়ে এ বাশঁটির উপর দিয়ে আসা-যাওয়া করছে বিভিন্ন গ্রামের মানুষ । গ্রাম বাসীরা বাজারে,ব্যাবসার কাজে ও বিভিন্ন প্রয়োজনে আসতে যদিও একটি রাস্তা রয়েছে । কিন্তু বাশেঁর উপর দিয়ে আসলে বহু গ্রাম বাসীর অল্প সময়ে আসা-যাওয়া করতে পারে । তাই এ পথটি ব্যবহার করছে মানুষ । খালটির এপাড় ওপাড়ে যারা বসবাস করে তাদের চলাচলের জন্য একটি ব্রিজ গ্রামবাসীদের প্রানের দাবী হয়ে উঠেছে । দীর্ঘদিন ধরে গ্রাম বাসী এ দাবী করে আসলেও কেউ গ্রাম বাসীর আসা পূরন করেনি । সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রতিদিন এ বাশেঁর উপর দিয়ে আসা-যাওয়া করছে বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ । শুধু তাই নয়,সুবিধার্থে বহু দুরদুরান্ত থেকেও এ বাশঁটির উপর দিয়ে চলাচল করছে হাজার হাজার গ্রামবাসী । খালের এ সাকোঁর পশ্চিম পার্শে রয়েছে টেকনাফ সদর ইউনিয়নের পূর্বগোদার বিল ও পশ্চিম গোদারবিল । আর পূর্বে রয়েছে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ ও সাইট্যংখিল । খালের দু পার্শে ৪ টি গ্রাম থাকলেও অন্যান্য গ্রামের মানুষরাও চলাচল করছে। এছাড়া পৌরসভার পশ্চিম অলিয়াবাদ সাইট্যংখিল ও গোদার বিলের যে দুটি মাদ্রাসা রয়েছে, সে দুটি মাদ্রাসায় বাশেঁর এ সাকোঁর উপর দিয়ে ছোট ছোট ছেলে-মেয়েরা স্কুল-মাদ্রাসায় আসা-যাওয়া করে আসছে । বােেশঁর এ সাকোঁর উপর দিয়ে মাদ্রাসায় আসা-যাওয়া করতে অনেক ছাত্রদের কিতাব,বই,খাতা ও নিজেরা নীচে পানিতে পড়ে যাওয়ার ঘটনা অব্যহত রয়েছে বলে স্থানীয়রা জানায়। শুধু শিক্ষার্থী নয়,অনেক মহিলা ও বৃদ্দলোক পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত । বছরের পর বছর গ্রাম বাসী ও মাদ্রাসার এবং স্কুলের শত শত ছেলে মেয়েরা ঝুকিপূর্ন বাশেঁর উপর দিয়ে স্কুল মাদ্রাসায় আসা-যাওয়া করলেও কেউ উদ্দেগ নেয়নি একটি ব্রিজ করে দিতে । বর্ষা মৌসুমে এই বাশেঁর সাকোঁ দিয়ে পারাপার করা আরো বেশী ঝুকি হয়ে যায় । তবুও নিরূপায় গ্রামের মানুষের এই বাশেঁর সাকেঁর উপর দিয়ে চলাচল করতে হয় । এ ব্যাপারে গোদার বিল গ্রামের হোছন আহাম্মদ জানায়,দীর্ঘ ৪০বছর ধরে তিনি এভাবে কষ্ট করে এ পথ দিয়ে আসাযাওয়া করছে । প্রশ্চিম অলিয়াবাদের খতিজা বেগম জানায়,বাশেঁর উপর দিয়ে পার হওয়ার সময় বহু মহিলাকে পানিতে পরে যেতে দেখেছে । কাউন্সিলর নুরুল বশর জানায়, মানুষের কষ্ট দেখে এখানে একটি ব্রিজ দেওয়ার চিন্তাভাবনা চলছে । সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম জানায়,গ্রাম বাসীদের চলাচলের জন্য এখানে একটি ব্রিজ অবশ্যই প্রয়োজন । তাই একটি ব্রিজ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন