জাফর আলম
হ্নীলায় শেড-সৌহার্দ্য কর্মসূচী-২ এর উদ্যোগে ২দিনব্যাপী মাঠ ফসল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সূত্র জানায়-১১জুন সকাল ১০টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা ও রোজারঘোনা
এলাকার গ্রাম উন্নয়ন কমিটির অফিস কক্ষে ৩০জন দরিদ্র ও অতিদরিদ্র নারী-পুরুষকে বাংলাদেশ সরকার,ইউএফআইডির আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় শেড সংস্থা বাস্তবায়িত কর্মসূচীর অংশ হিসেবে ২দিনব্যাপী মাঠ ও ফসল প্রশিক্ষণ সম্পন্ন করেন। এতে জৈব সার তৈরী ও ব্যবহার, মাঠ,ফসল কি,কেন, ধান, পান, ভূট্টা, মরিচ, তরমুজ, টমেটো,শসা ও খিরা চাষ পদ্ধতি,কুমড়া জাতীয় সবজির চাষ পদ্ধতি এবং সমন্বিত বালাই ব্যবস্থা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী দিন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বদিউল আলম। সহকারী কৃষি কর্মকর্তা শেখ জালাল উদ্দিনের পরিচালনায় এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন-এফ এফ দুলাল কান্তি দাস, নাইক্ষ্যখালী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি-সোলতান আহমদ, ক্যাশিয়ার মংগ্রি মং, কৃষি স্বেচ্ছাসেবক-নুরুল আমিন, আব্দু সাত্তার ও মরিয়ম বেগম প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন