নিজস্ব প্রতিবেদক: টেকনাফে এক ট্রলার ও ৫ নৌকাসহ ২১ জেলেকে নাফনদী থেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নাসাকা বাহিনী। এ ঘটনায় জেলে পরিবারগুলোর মাঝে বিরাজ করছে আতংক। ১২ জুলাই শুক্রবার নাফনদীতে ৫টি
নৌকা মাছ শিকাররত অবস্থায় ঝড়ো হাওয়ার খবলে পড়লে টেকনাফ থেকে রমজানের মালিকানাধীন একটি ট্রলার তাদের উদ্ধারে যায়। এ সময় ট্রলারে নৌকা গুলো বেধে টেনে আনার সময় নাফনদী হতে মিয়ানমার নাসাকা বাহিনী ২১ জন জেলেসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায় জানান ট্রলার মালিক রমজান আলী। তিনি জানান, টেকনাফ পৌর এলাকার জালিয়া পাড়ার আবুলের দু’টি,ছিদ্দিকের দু’টি ও মোঃ আমিনের একটি মাছধরা নৌকা বৃহ¯পতিবার সন্ধ্যায় নাফনদীতে মাছ শিকারে যায়। শুক্রবার সকালে মাছ ধরা নৌকাগুলি দূযোর্গপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে। এ খবরে ফজল মাঝি রমজান আলীর মালিকানাধীন একটি ট্রলার নিয়ে দুপুরে ফিশিং নৌকা গুলো উদ্ধারের জন্য নাফ নদীতে রওয়ানা দেয়। এক পযার্য়ে নৌকা গুলো বেধে টেকনাফে দিকে নিয়ে আসার সময় মিয়ানমারের নাসাকা বাহিনী ট্রলার সহ ২১ বাংলাদেশী জেলেসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। এ বিষয়টি স্থানীয় বিওপির বিজিবি কমান্ডারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলে পরিবারের লোকজন। টেকনাফ বিওপির বিজিবি কমান্ডার সুবেদার মোঃ জাকারিয়া জানান, বিষয়টি স¤র্পকে তারা অবগত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।