মুহাম্মদ গিয়াস উদ্দিনঃ পেকুয়ায় পৃথক ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকার মৃত নন্না মিয়ার পুত্র মোজাম্মেল হক বাদী হয়ে পেকুয়া থানায়
একটি এজাহার দায়ের করেন। জানা যায়, ১২ জুলাই বিকাল ৫ টার দিকে পারিবারিক বসতভিটা সংক্রান্ত বিরোধের জের ধরে বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা গ্রামের জাফর আলমের পুত্র নজরুল ইসলাম মানিক, মৃত খুইল্লা মিয়ার পুত্র জাফর আলমসহ ৪/৫ জন লোক লোহার রড, হাতুড়ি, লম্বাকিরিচ দিয়ে অতর্কিতভাবে হামলা করে মৃত নন্না মিয়ার পুত্র মোজাম্মেল হক(৪০) কে গুরুতর আহত করে। এ সময় তাকে রক্ষার জন্য তার ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা জন্নাত লাকী এগিয়ে আসলে তাকে ও পিঠিয়ে আহত করে এবং তার নিকট থেকে এক ভরি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। তাছাড়া তারা েেমাজাম্মেল হকের কোমরে থাকা পেকুয়া বাজারের আল রিয়াদ জুয়েলার্সের আনা ৪ ভরি স্বর্ণের বন্ধকী বাবদ এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়। তারা বসতঘরে অনধিকার প্রবেশ করে বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। এরপর আহত মোজাম্মেল হককে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। অপরদিকে একই দিন বিকাল তিনটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মইয়াদিয়া বটতলিয়া গ্রামে মৃত জাফর আলমের পুত্র জয়নাল আবেদীনের সাথে একই এলাকার আমির হামজার পুত্র জকির আলমের সাথে হাটার চলাচলের রাস্তা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষে ছামিদুলের স্ত্রী নাছিমা আক্তার(১৮), মৃত জাফর আলমের পুত্র জয়নাল আবেদীন(২২), জহির আলমের স্ত্রী মোজাহেদা বেগম(২০) গুরুতর আহত হয়। এ ব্যাপারে আহতপক্ষের লোকজন পেকুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।###