তাহেরা আক্তার মিলি
সংরক্ষিত বনাঞ্চল থেকে নির্বিচারে পাথর উত্তোলন করার সংবাদ প্রকাশিত হওয়ার পর অবশেষে প্রশাসনের টনক নড়েছে।
২ জুলাই বিকালে টেকনাফে বাহারছড়া উপকূলীয় এলাকা বাঘগুনা নামক স্থান থেকে পাচারের জন্য মজুদকৃত বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে। রাজারছড়ার বনকর্মীরা । পাথরগুলো হাবিবছড়া হাজী কালু মিয়ার পুত্র আবদুল হামিদের বলে জানা গেছে। রাজারছড়া বনবিট অফিসার মিজানুর রহমান উক্ত তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য,গত বেশ কিছুদিন ধরে বাহারছড়া ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রভাবশালীরা সিন্ডিকেট নির্বিচারে পাথর উত্তোলন করে আসছিল।