ডেস্ক রিপোর্ট
আজ মঙ্গলবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু করছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ফলে আগামী ৫ আগস্ট ২৬ রমজানের রাতে লাইলাতুল কদর পালিত হবে।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়া এ সিদ্ধান্তের কথা জানান।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে ওই বৈঠকের পর জানানো হয়, মঙ্গলবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার ১০ জুলাই ১৪৩৪ হিজরি বর্ষের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজান মাস।
রমজান মাসে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে খেয়ে পরদিন সূর্যান্ত পর্যন্ত সংযম পালন করবেন। মাস শেষে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর।
প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় বুধবার রাত ৩টা ৪৭ মিনিট এবং ইফতার বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট। আর বুধবার রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হচ্ছে তারাবির নামাজ।
ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির এই সভায় ধর্ম সচিব হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বুধবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। সাধারণত সৌদি আরবের পরদিনই বাংলাদেশে রমজান শুরু হয়।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়শিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও ১০ জুলাই রমজান শুরু হবে।
সোমবার যুক্তরাষ্ট্রের কোথাও চাঁদ দেখা যায়নি, ফলে সেখানেও রোজা শুরু হচ্ছে বুধবার থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন