সরকারি হলো ২২ হাজার ৯২৫ প্রাইমারি স্কুল



নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ঘোষণার ছয় মাস পর দেশের ২২ হাজার ৯২৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আফছারুল আমিন এ তথ্য জানিয়েছেন। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী ড. আফছারুল আমিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।

মন্ত্রী জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এসব বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষক যাতে করে সরকারি সব সুযোগ-সুবিধা পান সে ব্যবস্থা করা হবে। তবে আগস্টের মধ্যে অধিগ্রহণকৃত বিদ্যালয়গুলোর সরকারিকরণের কার্যক্রম শেষ হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সরকারি বেতন ভাতা তুলতে পারবে।

মন্ত্রী বলেন, “প্রথম ধাপে ২২ হাজার ৯২৫টি বিদ্যালয়ের মধ্যে ঢাকায়-৪৮২৫, রাজশাহী-৩৩৭৫, চট্টগ্রাম-৩১৮৯, খুলনা-৩৪৫২, বরিশাল-২৪২০, সিলেট-১৩৬২ এবং রংপুরে ৪৩০২টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার কাজ চূড়ান্ত করা হয়েছে।”

তবে এসব জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকরা চলতি বছরের জানুয়ারি থেকে সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, “বর্তমানে শিক্ষকদের জিওবির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে আইন মন্ত্রণালয়ের ভেটিংক শেষে হলে শিক্ষকরা তাদের বেতন দ্রুত পাবেন।”

মন্ত্রী বলেন, “দ্বিতীয় ধাপে ১ জুলাই থেকে দুই হাজার ২৫২টি এমপিওভুক্ত রেজিস্ট্রার্ড বিদ্যালয় জাতীয়করণ করা হবে। বিদ্যালয় ও শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ শুরু হয়েছে।”

তৃতীয় ধাপে রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষমাণ ৯৬০টি বিদ্যালয় ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে জাতীয়করণের কাজ শুরু করা হবে বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের ২৬ হাজার ২০০টির প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন