ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের মহেশখালী থানার ওসি হাবিবুর রহমানের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ধর্ষণের চেষ্টা এবং ঘুষ দাবির অভিযোগে আদালতে পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে- মহেশখালী উপজেলা সদরের ঘোনারপাড়া এলাকার জনৈকা গৃহবধু (সঙ্গত কারণে নাম গোপন রাখা হলো) বাদী হয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদি অভিযোগ করেছেন, তাঁর স্বামী যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসছে। এর ধারাবাহিকতায় স্বামী আবদুল গফুর গত ১৫ জুন ওই গৃহবধুর প্রথম স্বামীর ঘরে জন্ম নেয়া তার শিশু কন্যা সুমি আকতার (৩) কে হত্যা করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ আবদুল গফুরকে আটক করে। মামলার বিষয়ে আলাপ করতে বাদি মহেশখালী থানায় গেলে ওসি হাবিবুর রহমান গৃহবধুকে বাস ভবনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মামলার বাদি পক্ষের আইনজীবী মো. ইউসুফ জানিয়েছেন, আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য মহেশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করেছেন।
এছাড়া ওসি হাবিবুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার ¯পেশাল জজ আদালতে ঘুষ দাবির অভিযোগে অপর একটি মামলা দায়ের করেছেন এডভোকেট ফারুক ইকবাল। ওই মামলায় বাদি অভিযোগ করেছেন- গত ২৩ জুন পেশাগত দায়িত্ব পালন করতে তিনি মহেশখালী থানায় গেলে ওসি ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। মামলায় ওসি ছাড়াও ওই থানার এসআই প্রদীপ মন্ডল, এসআই নজরুলকে আসামী করা হয়েছে। মামলার বাদি এবং আইনজীবী ফারুক ইকবাল জানিয়েছেন, আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিবকে তদন্ত করার জন্য দায়িত্ব প্রদান করেছেন। মামলার ২টির বিষয়ে মহেশখালী থানার ওসি হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন