তত্ত্বাবধায়ক না হলে ভোট নয়



ঢাকা: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে ভোট হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।
দলীয় সরকারের অধীনে ভোট করার চেষ্টা করলে কাউকে ভোট কেন্দ্র যেতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই প্রবীণ নেতা এ সময় সরকারের প্রতি নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, দুর্নীতি, হত্যা গুম বন্ধ করার আহ্বান জানান।

অন্য কোনো পন্থার কথা চিন্তা না করে জনগণের কাতারে আসবার আহ্বান জানিয়ে এমকে আনোয়ার বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিয়ে পদত্যাগ করুন। অন্যথায় জনগণ আপনাদের বাধ্য করিয়ে ছাড়বে।”

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশানালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত ‘তারেক রহমান ও আগামির বাংলাদেশ’ শীর্ষক নাগরিক সভা এবং তারেক রহমানের সংগ্রামী জীবন নিয়ে দুইদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ার বলেন, “সরকার দলীয়রা তাদের পরিবারের কয়েকজন দুর্নীতিবাজ লোককে বাঁচাতে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পদ্মাসেতু নির্মাণ বিসর্জন দিয়েছে।”

তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে একটির পর একটি মামলা দিয়েও কোনোটিতে তাকে দোষী প্রমাণিত করতে পারছে না। তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে।” 

সিটি নির্বাচনের ফলাফলের দিকে ইঙ্গিত করে এম কে আনোয়ার বলেন, “দেশের মানুষ আজ বুঝতে পেরেছে, এবং বোধদয় হওয়া মাত্র তারা প্রমাণ দেখাতে বিলম্ব করেনি। সিটি নির্বাচনে দেখেছেন, ভবিষ্যতে এর চেয়েও বেশি খারাপ অবস্থা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামিমুর রহমান শামীম, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীব প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন