খেলাধুলাঃ নারায়ণগঞ্জ: আগামী বছরে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ভেন্যু হিসেবে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অবস্থিত খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়ামকে।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৪ সালের ৩ মার্চ শুরু হওয়া টুর্নামেন্টের ৮টি খেলা অনুষ্ঠিত হবে এ মাঠে। এজন্য সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার দুপুরে বিসিবির একটি প্রতিনিধি দল মাঠটি পরিদর্শন করে।
এ সময় তারা জানান, এখনো বেশ কিছু ত্রুটি রয়েছে। এসব ত্রুটি ছাড়া মাঠটি খেলার উপযুক্ত। তবুও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি উচ্চ পর্যায়ের দলও মাঠটি পরিদর্শন করবে।
বিসিবির পরিদর্শন টিমের নেতৃত্বে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার সঙ্গে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান রাবিব ইমাম, সদস্য সৈয়দ আবদুল প্রমুখ।
পরিদর্শন শেষে নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের জানান, মাঠের গ্রাউন্ড ঠিক আছে। ড্রেসিংরুম, মিডিয়া সেন্টারসহ আরো কিছু জায়গায় উন্নয়ন ঘটাতে হবে।