ডেস্ক রিপোর্ট
জেলে পরিবারে দুর্দিন কাটতে শুরু করেছে। গভীর সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ সহ নানা প্রজাতির মাছ। দীর্ঘদিন পর জেলেদের জালে ইলিশ মাছ পড়ছে। প্রচুর মাছ ধরা পড়ায় জেলে সম্প্রদায় সহ ট্রলার মালিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
গত কয়েকদিন ধরে উপকূলে ফিরে আসা সব ট্রলারই মাছ নিয়ে ফিরেছে বলে জানা গেছে। সরেজমিনে শহরের মাঝের ঘাট, কস্তুরা ঘাট, নুনিয়া ছড়া, ৬ নং ঘাট সমূহে গিয়ে দেখা গেছে,ফিশিংবোট ভর্তি ইলিশ।
কয়েকজন ট্রলার মালিক জানান, আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে বেশ কিছুদিন অনেক দিন ধরে সাগরে ট্রলার পাঠাতে পারেন নি তারা। ফলে জেলে পাড়ায় নেমে এসেছিল নিরব দূর্ভিক্ষ। তারা আরও জানান, একটি ট্রলার সাগরে পাঠাতে নূন্যতম দুই থেকে আড়াই লাখ টাকা খরচ পড়ে। কিন্তু মাছ ছাড়া ফিরে আসলে তাদের ব্যাপক লোকসানের মুখে পড়তে হয়। ফলে দেনার কারণে অনেক ট্রলার মালিক তাদের ফিশিংবোট ফের সাগরে পাঠাতে পারছেন না। সবকিছু মিলিয়ে অনেকটা খারাপ সময় যাচ্ছে জেলে সম্প্রদায়ে।
গতকাল ফিশারীঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৪ দিন আগেও যেখানে ইলিশের দেখা মেলেনি, সেই ফিশারীঘাট এখন ইলিশে ভরপুর। সেখানে উপস্থিত কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, নুনিয়া ছড়ার ফিশিংবোটগুলো প্রতিটিতে পাঁচ হাজার থেকে আট হাজার পর্যন্ত ইলিশ মাছ নিয়ে ফিরছে। সাথে নানা প্রজাতির মাছ তো রয়েছেই। খুরুশকুলের এক ট্রলার ১২ হাজার ইলিশ নিয়ে ফিরেছে বলে জানা যায়। তাছাড়া বুধবার ফিশারীঘাটে প্রায় ৫০ হাজারের বেশি ইলিশ কেনা-বেচা হয়েছে বলে জানিয়েছে বিক্রেতারা। ইলিশের পাশাপাশি (জেলেদের ভাষায়) গুইজ্যা মাছ, মাইট্যা মাছ, পাচঁকাটা মাছ, হাঙ্গর মাছ সহ নানা প্রজাতির মাছও আটকা পড়ছে জেলেদের জালে। জেলেরা জানান, গভীর সমুদ্রে ৩৫ বাম থেকে ৪০ বাম তথা সোনার চরের নিচের দিকেই প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। আবহাওয়ার অবস্থা অনুকূলে থাকায় ট্রলার মালিকরাও নিদ্বির্ধায় তাদের ট্রলার গুলো সাগরে পাঠাচ্ছে।
এদিকে সাগরে মাছ পড়ায় বাজারেও লক্ষ্য করা যাচ্ছে সামুদ্রিক মাছ। বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরিজীবী মোহাম্মদ মহসিন জানান, অনেক দিন পর বাজারে পর্যাপ্ত মাছ দেখে ভাল লাগছে যদিও মাছের দাম এখনো কমেনি। বরফ কল মালিক সমিতির সদস্য রেজাউল করিম বাদশা জানান, অনেক দিন সাগরে মাছ না থাকায় ট্রলার মালিকরা সাগরে ট্রলার পাঠানো বন্ধ করে দিয়েছিল। যার কারণে বরফের চাহিদা কমে যায়। সম্প্রতি সাগরে প্রচুর মাছ পড়ার খবরে জেলেরা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারন স¤পাদক মোস্তাক আহ¤দ জানান, গভীর সাগরে মাছ আটকা পড়ছে তা ঠিক। কিন্তু যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে তা তুলনামূলকভাবে অনেক কম। তিনি অবশ্য এর জন্যে দায়ী করছেন সাগরে থাকা জাহাজগুলোকে যেগুলো ছোট-বড় সব ধরনের মাছ নিধন করে নিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন