লাক্সের বিজ্ঞাপন প্রচার নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা: দেশের প্রচলিত আইন-লঙ্ঘন করে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে কেন ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দুই আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও বাণিজ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, গুলশান থানার ওসি, ইউনিলিভার বাংলাদেশ লিমিডেটের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে এ আবেদনটি করেন মো. আব্দুল মতিন ও মো. আসাদুজ্জামান। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট তাওহীদুল ইসলাম।
আদেশের বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, দণ্ডবিধির ২৯৪(বি) ধারা অনুযায়ী, প্রলোভন দেখিয়ে পণ্য বেচাকেনার জন্য এ জাতীয় বিজ্ঞাপন প্রচার করা দণ্ডনীয় অপরাধ। অথচ ইউনিলিভার ‘লাক্স কিনে জিতে নিন হীরার লকেট-মোট ২০০০টি লকেট’ এ শিরোনামে রেডিও-টিভি ও পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রচার করছে। 
তিনি জানান, তাদের এ প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র ও বাণিজ্য সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসিকে আইনি নোটিশ দেওয়া হয়। একইসঙ্গে ইউনিলিভারকেও আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু, তারা নোটিশের জবাব না দেওয়ায় রিট আবেদন দায়ের করা হয়। 

তিনি আরো জানান, এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুলাই আদালত রুল জারি করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন