এম. আমান উল্লাহ: নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালংকার নিয়ে গত ২৩ সেপ্টেম্বর রাত ১২টার দিকে এক সৌদি প্রবাসীর স্ত্রী ৩ কন্যা সন্তানকে নিয়ে উধাও হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ রুমালিয়ারছড়ার পিটি স্কুল ডালিয়া কলোনীস্থ সৌদি প্রবাসী মো. আবদুল্লাহর নিজ বাড়িতে। জানা যায়, মো. আবদুল্লাহ প্রবাসে থাকাকালীন সময় তার স্ত্রী রাশেদা আক্তার ভাড়াটিয়া মৌলভী মাকসুদুর রহমানের পুত্র আবু মোহাম্মদ মোছার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। দীর্ঘদিনের এই পরকীয়া প্রেমের বাস্তবরূপ নিতে গত ২৩ সেপ্টেম্বর আবু মোহাম্মদ মোছার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
তার স্বামী আব্দুশ শুক্কুরের পুত্র মোহাম্মদ আবদুল্লাহ জানান, ২০ সেপ্টেম্বর তিনি সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন। আসার সময় ৯ হাজার ১০০ সৌদি রিয়াল যার বাংলাদেশ টাকা ২ লক্ষ ৯ হাজার ৩ শ টাকা, ২ হাজার ইউএস ডলার বাংলা ১ লক্ষ ৬৪ হাজার টাকা, ২০ ভরি ওজনের বিভিন্ন প্রকারের স্বর্ণ যার অনুমান মূল্য ৪ লক্ষ টাকা, ৪টি নোকিয়া মোবাইল সেট যার আনুমানিক মূূল্য ৩৫ হাজার এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে মূল্যবান কাপড়-চোপড়সহ আবু মোহাম্মদ মোছার হাত ধরে ৩ কন্যা সন্তান নিয়ে রাশেদ বেগম পালিয়ে যায়। এখন অনাহার-অর্ধাহারে নি:সন্তান ও স্ত্রী ফিরে আসার জন্য অপেক্ষ করছেন প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ এবং কেউ সন্ধান দিতে পারলে নগদ টাকা পুরস্কার ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন