টি-২০ বিশ্বকাপের ভেন্যু কক্সবাজারে রাখার দাবিতে স্টেডিয়ামের সামনে অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক: ২০১৪ সালের মহিলা টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলার ভেন্যু কক্সবাজার থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ায় বিভিন্ন কর্মসূচি দিয়েছে কক্সবাজারের সচেতন মহল তারই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টায় নির্মাণাধীন শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের সামনে অস্থান কর্মসূচি পালন করেছে কক্সবাজারের সর্বস্তরের সচেতন মহল
জেলা ক্রিড়া সংস্থা কক্সবাজার বাচাঁও আন্দোলন এর যৌথ আয়োজনে অবস্থান কর্মসূতিতে অংশ নিয়েছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সাংবাদিক ইউনিয়ন, ক্রিড়া সংগঠন, আইনজীবী, রাজনৈতি ব্যক্তি, পেশাজীবীরা
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকার সভাপতিত্বে অবস্থান কর্মসূতিতে বক্তারা বলেন, অবিলম্বে বিসিবির সিদ্ধান্তকে প্রত্যাহার করে ২০১৪ সালের মহিলা টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা কক্সবাজারের ভেন্যু তে পরিচালনা করতে হবে অন্যথায় পুরো কক্সবাজারকে অচল করে দেয়া হবে এতে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর কমিশনার সরওয়ার কামাল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ ¤পাদক অধ্যাপক জসীম উদ্দিন, ডিএসএর ক্রিকেট বিয়ষক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন