টেকনাফে ২৬০০ ইয়াবাসহ রোহিঙ্গা আটক : পুশব্যাক-১৮


সিবিএন: টেকনাফ সীমান্তে অনুপ্রবেশকালে ১৮ রোহিঙ্গাকে আটকের পর পুশব্যাক করেছে বিজিবি। একই সময় বিজিবি ২৬০০ ইয়াবা নিয়ে অপর ১ রোহিঙ্গাকে আটক করে। জানা যায়-১৫ নভেম্বর শুক্রবার রাত ৭টার দিকে দমদমিয়া বিওপি নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি জওয়ানরা উপজেলার জাদিমুরা নাফনদীর কিনারা পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের নারী শিশুসহ ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে।
এসময় তল্লাশী চালিয়ে মো নিজামুল্লাহ্ ফরিদ নামক ১ রোহিঙ্গার কাছে ৭ লাখ ৮০ হাজার টাকা মুল্যের ২ হাজার ৬ শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে মিয়ানমারের মংডু নয়াপাড়া এলাকার মৃত আজিজুল্লাহ্্র পুত্র বলে জানায় বিজিবি। পরে রাত ৮টায় আটককৃত ১৮ রোহিঙ্গাকে প্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তা পুর্বক একই পয়েন্ট দিয়ে পুশব্যাক ও ইয়াবাসহ ধৃত মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করে। টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন