

৮ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ এ বিয়ে। বিয়েতে সর্বাধিক সংখ্যক কনে উপস্থিত থাকার নতুন রেকর্ড এটি। এর আগে একটি বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৯৬ জন কনে হাজির করে বিয়ের ঘটনাটি ছিল থাইল্যান্ডে।
শ্রীলঙ্কার বিয়ে পরিকল্পক ও পোশাক নকশাকারী চাম্পি শ্রীবর্ধনা বিশ্বরেকর্ড করার পরিকল্পনা থেকে এ বিয়ের আয়োজন করেন। এ বিয়েতে ১২৬ জন কনের পাশাপাশি বিশেষ কয়েকজন অতিথিও হাজির ছিলেন। শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শ্রীরান্থি রাজাপাকশে এ বিয়েতে হাজির হয়েছিলেন।
- প্রথমআলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন