নতুন বার্তা: আবার উল্টে গেলেন এরশাদ। নির্বাচনে যাবেন না বলে স্পষ্ট ঘোষণা দিলেন। দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার বেলা ১২টার দিকে দলের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই ঘোষণা দেন। এরশাদ বলেন, সব দল মনোনয়নপত্র জমা না দেয়ায় তার দল জাতীয় পার্টি আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। দরকার হলে নির্বাচনকালীন সরকার থেকেও সরে আসবে তার দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন, এটাই হবে তার শেষ অবস্থান। কেউ যেন তাকে বিদ্রুপ করে কিছু না লেখেন এর অনুরোধও জানান বার বার মত পাল্টানো সাবেক এই সেনাশাসক।
বিশ্লেষকরা মনে করেন, এরশাদের এই ঘোষণা কেবল তার ‘ডিগবাজি’ চরিত্রেরই প্রকাশ ঘটায়নি, আওয়ামী লীগকেও বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে। এতে সরকারের একতরফা নির্বাচনটিকে আরো প্রকট করে তুলল বলেও মনে করেন তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন