ঈদগাঁহ প্রতিনিধি: অসময়েও ভাঙ্গছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ফুলছড়ি নদী। একটু একটু করে গিলে খাচ্ছে পোকখালী ৭ নং ওয়ার্ড তথা রাজঘাট এলাকা। ভাঙ্গন যত বাড়ছে ততই এখানকার বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে চরম আতংক। নতুন জেটিঘাট নির্মাণের পুর্বেই ফাটল এবং বিশাল অংশ দেবে গেছে। বর্তমানে রাজঘাট পাড়ার ২/৩টি অংশে নতুন ফাটল দেখা দিয়েছে। একই সাথে চরম হুমকিতে রয়েছে রাজঘাট জেটি মসজিদ, কবরস্থান ও বেড়িবাঁধের বাইরে প্রায় অর্ধশতাধিক পরিবার।
এদিকে মওসুমে অসময়েও ভাঙ্গন দেখা দেয়ায় নদী ভাঙ্গন আতংকে নির্ঘুম রাত কাটছে এখানকার বাসিন্দাদের। গেল বর্ষা মওসুমে মহল্লার বেড়িবাঁধ ভাঙ্গতে ভাঙ্গতে সরু অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ দিন ধরে। ইতি মধ্যে মহল্লাবাসি বিভিন্ন ভাবে বেড়িবাঁধটি রক্ষার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। ভাঙ্গনের কারণে এখন এ বাঁধ দিয়ে লোকজন চলাচল বন্ধ করে দিয়েছে।
এলাকাবাসীরা জানান, পাড়ার বেড়িবাঁধের একটি অংশ ফুলছড়ি নদীতে ধসে পড়েছে। এছাড়া একাধিক জায়গায় নতুন নতুন ফাটল দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ দফায় দফায় রাজঘাট বেড়িবাঁধ ভাঙ্গলেও স্থানীয় পরিষদ চেয়ারম্যান-মেম্বাররা কোন ব্যবস্থা নেয়নি।
ওয়ার্ড মেম্বার মোঃ শহিদুল্লাহ জানিয়েছেন, ভাঙ্গনের বিষয়টি পরিষদে উত্থাপন করা হয়েছে।
আগামী বাজেটে এ কাজ করা হবে বলে তিনি আশ্বস্থ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন