নিজস্ব প্রতিবেদক: ঢাকা: ইলিশ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে ভারত। বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে এক সাক্ষাতে এই অনুরোধ জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন। বাংলাদেশ-ভারতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের ইলিশ ভারতে ব্যাপক জনপ্রিয়। দুই দেশের জনগণের পারস্পরিক চাহিদার ওপর ভিত্তি করেই দুদেশের ব্যবসা-বাণিজ্য ও কৃষ্টি-কালচার গড়ে উঠেছে। তাই দুই দেশের জনগণ পরস্পরের চাহিদার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল। মৎস্যমন্ত্রী বলেছেন, দেশে ইলিশের চাহিদা সহজলভ্য করার জন্য ভারতে ইলিশ রফতানি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত ভারতকে জানানো হবে।
তিনি বলেন, বঙ্গোপসাগরীয় দীর্ঘ উপকূল নিয়ে গবেষণা করে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন