ভারুয়াখালী বেড়িবাঁধে ১১ কোটি টাকার ব্যয়ে পাউবোর প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণায়নের সচিব

প্রেস বিজ্ঞপ্তি
পানি মন্ত্রণালয়ের সচিব মোঃ আলতাফ হোসেন বলেছেন, বর্তমান সরকার জন গুরুত্বপূর্ণ সার্বিক অবকাঠামোগত টেকসই উন্নয়নে বিশ্বাসী।
তিনি দেশ ও জাতির ভাগ্য উন্নয়নের স্বার্থে বেড়িবাঁধ ও নদীর তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি সমন্বিত জন সহায়তার কোন বিকল্প নেই। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার পওর বিভাগের তত্ত্বাবধানে পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প (ওয়ামিপ) কক্সবাজার পাউবো- ৬৬/২ পোল্ডারস্থ ভারুয়াখালীর বাম তীরে বেড়িবাঁধে সম্প্রতি সমাপ্তকৃত মাটির ও প্রতিরক্ষামূলক কাজ সহ স্লুইচ গেইট পূনর্বাসন বাস্তবায়ন কাজ পরিদর্শন শেষে উপস্থিত স্থানীয় জনসাধারণ ও উন্নয়ন কাজে সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশ্য তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ, নদীর তীর সংরক্ষণ, জলবদ্ধতা নিরসন ও লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য বিশ্ব ব্যাংকের ১০ কোটি ৮০ লক্ষ টাকা ঋণ সহায়তায় ভারুয়াখালীতে ১০.৭ কিলোমিটার মাটির কাজ, ৬৬০ মিটার প্রতিরক্ষামূলক কাজ ও ৪টি স্লুইচ পূনর্বাসন কাজ পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার পওর বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদার ফার্ম উন্নয়ন ইন্টারন্যাশনাল ইতিমধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করেছে। গতকাল শুক্রবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও তার অধিনস্থ প্রকৌশলী ও ঠিকাদারকে সঙ্গে নিয়ে বাঁধের উপর হেঁটে বাস্তবায়ন কাজ পরিদর্শন করেন এবং কাজের মান, অবকাঠামোগত সৌন্দর্য্য ও টেকসই দেখে অভাক হয়েছেন। পাশাপাশি তিনি উক্ত পুরো কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে অত্যাখুশী হয়েছেন। পানি মন্ত্রণালয়ের সচিব এধরণের উন্নয়ন কাজ পাউবোর অন্যান্য পোল্ডার ও পরবর্তীতে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে কক্সবাজার পওর বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ চট্টগ্রাম জোন ও সার্কেলের পাউবোর উর্ধতন প্রকৌশলীকে নির্দেশ দেন। এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ পূর্বাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, কক্সবাজার পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দীন, পওর উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম (সুমন), কক্সবাজার পওর শাখা কর্মকর্তা আক্তারুজ্জামান, বিশ্ব ব্যাংকের ওয়ামিপ এর কনসালটেন্ট মোঃ বারেক, উন্নয়ন ইন্টারন্যাশনাল ফার্মের এমডি আতিকুর ইসলাম (সিআইপি), জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক নুরুল আমিন সিদ্দিক (সাংবাদিক) সহ এলাকার জন প্রতিনিধি এবং বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন