সমাজসেবা কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এডিসি সৈয়দ মোঃ নুরুল বাসির

প্রযুক্তির ব্যবহার ছাড়া কোন জাতির উন্নয়ন সঠিক সম্ভব নয়

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে কম্পিউটারে দক্ষতা ও ইংরেজী শিক্ষার বিকল্প নেই। একাডেমিক ক্ষেত্রে সার্টিফিকেট সম্পন্ন শিক্ষা নিয়ে বর্তমান তথ্য প্রযুক্তির দিনে ঠিকে থাকা সম্ভব নয়।
ডিজিটাল যুগে কাজের প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় সমৃদ্ধ হতে হবে।
৬ জুন সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয়াধীন শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ কর্তৃক পরিচালিত সমাজসেবা আইসিটি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৩১ তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মোঃ নুরুল বাসির একথা বলেন। 
প্রধান অতিথি আরো বলেন, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া কোন জাতির উন্নয়ন সঠিকভাবে করা সম্ভব নয়। তাই প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপকতা বাড়ছে। এজন্য বিশ্বের উন্নত দেশের মত আমাদেরকেও তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে হবে।
শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক প্রিতম কুমার চৌধুরী, সহ সভাপতি সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নিখিল চন্দ্র কর্মকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ইঞ্জিঃ কানন পাল। 
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও জেলা সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধূরী খোকা, সমাজসেবা কর্মকর্তা (ভাঃ) কুমকুম আচার্য্য। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা বোরহান উদ্দিন আখন্দ, অফিস সহকারী মুফিজুর রহমান পাঠোয়ারী, সহকারী প্রশিক্ষক সুজয় পাল রুবেল, রানা ভট্টাচার্য, ফারুক আজম, আবু সুফিয়ান সোহেল, শাখাওয়াত হোসাইন, আকাশ মল্লিক, রথিন দাশ সহ দেড় শতাধিক প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান প্রশিক্ষক পিন্টু দত্ত। -বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন