টেকনাফ উপজেলার ৩ লক্ষাধিক জনগণ সরকারী চিকিৎসা সেবা বঞ্চিত

আবুল কালাম আজাদ
টেকনাফ সদর হাসপাতাল লোকবল সংকটের কারনে নিজেই রোগান্তর, ফলে উপজেলার ৩ লক্ষাধিক জনগণ সরকারী চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে পড়েছে। টেকনাফ সদর হাসপাতাল পরিদর্শন করে দেখা যায়
৭জন নার্সদের মধ্যে রয়েছে মাত্র ২জন, ৫জন সুইপারদের মধ্যে রয়েছে ১ জন, ৫ জন আয়াদের মধ্যে রয়েছে ১ জন, ২১ জন চিকিৎসকদের মধ্যে রয়েছে ৫ জন, এছাড়া নেই টেকনেশিয়ান, নেই ল্যাব টেকনেশিয়ান ফলে লোকবল সংকটের কারনে উপজেলার শত-শত রোগী সরকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ছে। দূর-দূরান্ত থেকে সকাল হতে আসা আউট ডোর-ইন ডোর রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে। এদের অনেকেই মুমূর্ষ রোগী । জরুরী বিভাগে নার্স সংকটের কারনে সঠিক সময়ে চিকিৎসা সেবা না পেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকেরা নার্স সংকটের কারনে অনেক মুমূর্ষ রোগীকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করছে। কিন্তু অনেক দরিদ্র রোগী অর্থ সংকটের কারনে কক্সবাজার যেতে না পেরে বাড়ির ফেরার পথে মারা যাচ্ছে। এ সমস্যা দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় ইহা তীব্র হতে তীব্রতর হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী জানান লোকবল সংকটের কারনে সরকার প্রদত্ত জনগণের চিকিৎসা সেবা দিতে না পারায় আমি নিজকে খুব ছোট মনে করছি। এ সংক্রান্ত বিষয়ে আমি স্থানীয় প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমিটি ও উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিক ভাবে বলার পরও কোন সাড়া শব্দ পাচ্ছি না।