আগামী ৩ মাস যোগাযোগ মন্ত্রণালয়ের ছুটি বাতিল: যোগাযোগ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক-মহাসড়ক সংস্কার করতে আগামী ঈদ পর্যন্ত তিন মাস যোগাযোগ মন্ত্রণালয়সহ মাঠ পর্যায়ে কর্মরত সড়ক ও জনপদ অধিদফতরের সকল কর্মকর্তা ও প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা বিষয়ক এক বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী জানান, মাঠ পর্যায়ের সকল প্রকৌশলীদের নিজনিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, “আগামী ঈদুল ফিতরের মধ্যে দেশের সড়ক ও মহাসড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সারাদেশে মোবাইল টিম কাজ করবে। এসব মোবাইল টিমের কাজ তদারকির জন্য ১৯টি মনিটরিং কমিটি  গঠন করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, “দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরো নিরাপদ করার জন্য মন্ত্রিপরিষদ কমিটি করা হয়েছে। এ কমিটিতে ১০ জন মন্ত্রী ও ১২ জন সচিব রয়েছেন। আগামী দু এক দিনের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপণ জারি করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই মন্ত্রিপরিষদ কমিটির বৈঠক ডাকা হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন