সদর উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুর নতুন অফিস এলাকায় যাত্রীবাহী এস আলম চেয়ারকোচ ও ঔষধ কোম্পানীর পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৩ আহত হয়েছে। ২৪ মে সকাল ৯ টায় বর্ণিত এলাকার নাপিতখালী খেলার মাঠ সংলগ্ন টার্নিং পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে উক্ত এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী এস আলম (চট্টমেট্রো-গ-১১০৫৬৯) ও বেসরকারী ঔষধ কোম্পানী জেসন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের পরিবহন যার নং- চট্ট মেট্রো-অ-১১-২২৩ উক্ত স্থানে পৌঁছলে দু’পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ঔষধ কোম্পানীর পরিবহন চালক ফরিদুল আলম (৩০) নিহত হয়। এ ছাড়া এস আলম চেয়ারকোচ চালক আশরাফ (২৮), যাত্রী আব্দু রহিম (২৫) ও অজ্ঞাতনামা ২/৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এসআই নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ডুলাহাজারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তি ও দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টিকে তাদের কাছে নিয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন