টেকনাফে পাচারের প্রাক্কালে পলাতক ইয়াবা ব্যাবসায়ীর বিরুদ্ধে মামলা হয়নি

মাহফুজ
টেকনাফে ইয়াবা পাচারের সময় ডিবি পুলিশে অভিযানে ইয়াবাসহ ২ জনকে আটক করা হলেও ইয়বার মালিক ও পাচারের মুলহুতা পালিয়ে যায়। পলাতক ইয়াবার মালিক নাইট্যং পাড়ার  মোহাম্মদ হাসিমের পুত্র মোঃ তাহেরের বিরুদ্ধে মামলা না হওয়ায় এলাকাবসীর  ক্ষোভ বিরাজ করছে।
জানা যায় গত ৩০ মে বিকাল সাড়ে ৩ টায় কক্সবাজারের উদ্দেশ্যে ৬শত  ইয়াবা বড়ি পাচারকালে  টেকনাফের বাসটার্মিনাল সিএনজি গাড়ি হতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নাইট্যং পাড়ার হাজ্বী  মোহম্মদ ইসমাঈলের পূত্র ইব্রাহীম(২৮),  মোঃ করিমের পুত্র  মোহাম্মদ আলম(২৯)কে আটক করে। এ সময় আটককৃত ইয়াবার মূল মালিক পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী জানান। কিন্তু রহস্যজনক কারণে ইয়াবা ব্যবসায়ী মোঃ তাহেরকে সংশ্লিষ্ট মামলায়  অন্তর্ভূক্ত করেনি  টেকনাফ মডেল পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, আটককৃত আসামীগণের জবানবন্দীতে পলাতক  মোঃ তাহেরের ইয়াবার কথা স্বীকার করলেও পুলিশ এখনো তাকে  গ্রেফতার করেনি। নাম না প্রকাশ করার শর্তে এক সমাজপতি বলেন, পলাতক  মোঃ তাহের দীর্ঘদিন ধরে  ইয়াবাসহ অবৈধ ব্যাবসায় জড়িত আছে। সম্প্রতি ইয়াবা পাচারকালে ডিবি পুলিশের অভিযানের প্রাক্কালে পালিয়ে  গেলেও ওই ব্যাবসায়ী এখনো পুলিশের ধরা  ছোঁয়ার বাইরে থাকায় জনসাধারনের মাঝে  ক্ষোভের সঞ্জার সৃষ্টি হয়েছে বলে জানান। দ্রুত  পলাতক ও অবৈধ ব্যাবসায়ী ইয়াবার মূল হুতা মোঃ তাহেরকে  গ্রেফতার করে  ইয়াবামূক্ত এলাকা করার সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি  জোর দাবী জানান এলাকাবাসী।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন