কে ক্ষমতায় আসবেন তা আল্লাহই জানেন

বাংলানিউজ: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘সরকারের শেষ বছরের শেষ বেলায় মানুষ প্রত্যাশার সাথে প্রাপ্তির হিসাব মেলাতে চাচ্ছে। কে ক্ষমতায় আসবেন তা আল্লাহই জানেন।’ এ সময় প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে যোগাযোগ মন্ত্রী বলেন ‘৫ সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েই বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে চলে গেছে, এমন আত্মবিশ্বাসের কোন কারণ নেই।’

রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে এ সময় তিনি বলেন, ‘এখনও সময় আছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ ঠিকই ঘুরে দাঁড়াবে।’ 

শনিবার দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শন করতে এসে ভালুকা বাজার এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. এম আমানউল্লাহ, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ৪ লেন প্রকল্পের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বণিক, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিন ধনু প্রমুখ উপস্থিত ছিলেন। 

যোগাযোগমন্ত্রী বলেন, ‘বর্তমানে রাজনীতির মাতাল হাওয়া বইছে। জনমতকে শেষ পর্যন্ত কারা প্রভাবিত করবে, তা আগামী ৩ থেকে ৪ মাসের রাজনৈতিক গতিপ্রবাহ ঠিক করে দেবে।’ 

ওবায়দুল কাদের আসন্ন ঈদ-উল-ফিতরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে জনদুর্ভোগ কমাতে মহাসড়কটির বিভিন্ন স্থান সংস্কারের নির্দেশ দেন। 

ওবায়দুল কাদের এ সময় বলেন, ‘ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক ৪ লেন প্রকল্পের কাজ এ সরকারের সময়ে শেষ করা সম্ভব না হলে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার নিশ্চয়ই এ কাজ শেষ করবে।’