রামুর চাকমারকুল বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের কাজ তদারকী করলেন-কমল

রামু প্রতিনিধি: রামুর চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রি পাড়া এলাকায় বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের কাজ পরিদর্শন ও তদারকী করেছেন কক্সবাজার সদর-রামু আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও  সোনালী ব্যাংক লিঃ এর সাবেক পরিচালক সাইমুম সরওয়ার কমল।
ব্লক স্থাপনের কাজ পরিদর্শনকালে তিনি বলেন, এ সরকারের আমলে বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে ১২কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে,ইতিমধ্যে সদর ও রামু উপজেলার রাজারকুল,চাকমারকুল,ফতেখাঁরকুল ও ঝিলংজা সহ বিভিন্ন স্থানে উক্ত রবাদ্ধের কাজ সমাপ্ত হতে চলেছে। পরিদর্শনকালে তিনি ঠিকাদারদের যত্মবানের সহিত কাজ পরিচালনার জন্য অনুরোধ জানান।
এ সরকারের আমলে চাকমারকুল-রাজারকুল ও মিঠাছড়ি সেতুর কাজ শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,  সরকারী আদেশের কার্যক্রম ও  হাইড্রোলিক কাজের ফলাফল পেলে আগামী দুই মাসের মধ্যে এ ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।  পরিদর্শকালে তার সাথে ছিলেন চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম মুফিদ,উপজেলা ওলামালীগের সভাপতি নুরুল আজিম,স্থানীয় ইউপি সদস্য মোঃ হাসান,,মোঃ শফিউল্লাহ,কলিম উল্লাহ,মোঃ নুরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।