কক্সবাজারে টেকনাফ ও শহরের বাস টার্মিনালে পৃথক অভিযান
চালিয়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি কালে ২৩ জনকে আটক করেছে বিজিবি
ও র্যাব সদস্যরা। তৎমধ্যে টেকনাফের
শাহপরীদ্বীপ এলাকা থেকে আজ ভোর রাতে ৪২ বিজিবি আটক করেছে ১৩ জন। অপরদিকে কক্সবাজার
শহরের বাসটার্মিনাল এসএ গেস্ট হাউস থেকে র্যাব সদস্যরা আটক করেছে ৮ জন।
বিজিবি’র টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান,
ভোরে একদল যুবক শাহপরীর দ্বীপ থেকে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। খবর
পেয়ে ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অপরদিকে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম জানান, কক্সবাজার শহরের এসএ
গেস্ট হাউস থেকে ৮ জনকে আটক করা হয়।
বিজিবি ও র্যাবের দায়িত্ব সুত্র জানান, তাদের বিরুদ্ধে সংষ্টিত থানায়
পৃথক ভাবে মামলা করার প্রস্তুতি নিয়ে তাদেরকে থানায় সোর্পদ করা হয়েছে।