নিজস্ব প্রতিবেদক
মাতারবাড়ি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারের টাকা আত্মসাতের
অভিযোগ পাওয়া গেছে। গত ৬ জুন মাতারবাড়ির বাসিন্দা মৃত আলহাজ্ব আফলাতুনের ছেলে জাফর
আহমদ (৩৫) বাদী হয়ে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রুহুলের বিরুদ্ধে
পুলিশ সুপার বরাবর একখানা অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন
যাবত মাতারবাড়ির বাসিন্দা জাফর আহমদের সাথে তিতামাঝির পাড়ার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে
আব্দুল মালেক (৩৮) এর জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এতে চেয়ারম্যান লোভে পড়ে
বিচারের নামে বিবাদীর পক্ষে হস্তক্ষেপ করে। বাদী জাফর আহমদের কাছ থেকে চেয়ারম্যান ১
লাখ ৫১ হাজার টাকা জামানত হিসাবে গ্রহণ করেন। গত ১০ ডিসেম্বর ২০১১ সালে ঐ টাকা চেয়ারম্যান
গ্রহন করেন। কিন্তু সব শেষ হলেও জাফর আহমদের কাছ ওই টাকা এখনো ফেরত দেয়নি চেয়ারম্যান।
এনিয়ে অভিযোগের বাদী জাফর আহমদ জানান, চেয়ারম্যান বিচার করে দেবে বলে আমার কাছ থেকে
১ লাখ ৫১ হাজার টাকা জামানত নিয়ে বিচার না করে তালবাহনা করছে। আমি নিরুপায় হয়ে পুলিশ
সুপারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। এতে চেয়ারম্যান ক্ষীপ্ত হয়ে আমাকে হত্যা,
গুমসহ নানা হুমকি ধুমকি দিয়ে আসছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ব্যাপারে
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানিয়েছেন, মহেশখালী মাতারবাড়ির চেয়ারম্যানের
বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের ওসি মনজুরুল
আলম জানান, এ অভিযোগ নিয়ে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মোবাইল ফোনে
বার বার যোগাযোগের চেষ্টা করি। কিন্তু চেয়ারম্যান সাহেব মোবাইল ফোন রিভিস করেননি। এ
অভিযোগের আলোকে আগামী রোববারে চেয়ারম্যানের কাছে নোটিশ জারি করা হবে। উক্ত বিষয় নিয়ে
মাধ্যম ব্যবহার করে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগকারী খারাপ
প্রকৃতির লোক। তাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তাকে শেষ হিসাব করে দেব।