মঙ্গলবার বাংলাদেশে চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। হিজরি ১৪৩৪ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার সন্ধ্যা
পৌনে ৮টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
পৌনে ৮টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানে খতম তারাবি পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। গত শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তেলাওয়াত করলে ২৭ রমজান কোরআন খতম করা সম্ভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন