রামুতে নদীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ মাহিয়া আকতার (৮) নামে আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বাঁকখালী নদীর সিকদারপাড়া এলাকা থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।


স্থানীয় বাসিন্দা মারুফ হোসেন বলেন, গতকাল শুক্রবার বিকেল ৩ টার দিকে তীরে খেলা করতে গিয়ে বাঁকখালী নদীতে চার শিশু নিখোঁজ হয়। এ ঘটনার ওই দিন রাতে নাঈমা আকতারের (১২) মৃতদেহ এবং ইয়াছমিন আকতার (৭) এবং সোমাইয়াকে (০৮) জীবিত উদ্ধার করে এলাকাবাসী। এরপর শনিবার সিকদার পাড়া এলাকা থেকে মাহিয়া আকতারের লাশ উদ্ধার করা হয়।