১শ ৫০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক আঞ্চলিক মহাসড়কের রূপ নিতে যাচ্ছে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক

আবুল কালাম আজাদ: দীর্ঘদিনের জরাজীর্ন টেকনাফ কক্সবাজার মহাসড়ককে অত্যাধুনিক রূপ নিয়ে নব সাজে সংস্কার হচ্ছে। বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগ সওজ সূত্রে পাওয়া খবরে জানাযায় ২০১৩-২০১৪অর্থ বছরে যোগযোগ মন্ত্রি ওবাইদুল কাদেরের নির্দেশে ও উখিয়া টেকনাফ আসনের সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির অক্লান্ত প্রচেষ্টায় টেকনাফ টু লিংক রোড পর্যন্ত প্রায় ৮৫ কি:মি: দৈর্ঘ্য মহাসড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।
১শ ৫০ কোটি টাকা ব্যয়ে ৫টি প্যাকেজের মাধ্যমে এই সংস্কার কাজ হাতে নিয়েছেন বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগ। তৎমধ্যে ঝুকিপুর্ণ মরিচ্যা লাল ব্রিজ সহ ৫টি ব্রিজও রয়েছে। দীর্ঘ জলপনা কল্পনার অবসান ঘঠিয়ে এই সড়কের কাজ আরম্ভ হওয়ায় এমপি আবদুর রহমান বদিকে ধন্যবাদ জানিয়েছেন উখিয়া-টেকনাফ আসনের লোকজন সহ অত্র সড়কের সকল যাত্রী সাধারণ। দীর্ঘদিন পর্যন্ত অত্র সড়কের যাত্রী সাধারণ পরিবহন সেক্টর অত্যান্ত ঝুঁিক নিয়ে যাতায়াত করত। সড়ক সংস্কারের ফলে এর অবসান ঘটবে বলে অত্র এলাকার লোকজন মনে করেন। সরকারের মেয়াদ পূর্তির আগেই উখিয়া-টেকনাফ এর সকল জনপদের সড়ক পুণঃনির্মাণ ও সংস্কার কাজ শেষ হবে বলে আশা পোষন করছেন উখিয়া-টেকনাফ আসনের সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। এ ব্যপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি টেকনাফ শাহ্পরীর দ্বীপের জোয়ারের তোড়ে ৬কি:মি: ভগ্নাংশ সড়কের কাজও ইতি মধ্যে শুরু হবে বলে সড়ক ও জনপদ বিভাগ জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন