কোনো কথা বলব না, দেখা যাক : সিইসি


ডেস্ক রিপোর্ট: চলমান রাজনৈতিক সংকট নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ । দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সোমবার বিকেলে বৈঠকে শেষে সিইসির কাছে সাংবাদিকরা বৈঠকের বিষয় সম্পর্কে জানতে চাইলে সিইসি কাজী রকিবউদ্দিন বলেন. “রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কথা বলবো না।” সিইসি আরো বলেন, “যেহেতু চলমান সংকট নিয়ে একটা আলোচনা হয়েছে। তাই এখন আমরা আর এ বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলব না। তবে দেখা যাক ভবিষ্যতে কী হয়। রাজনৈতিক সমস্যা নিরসনে ও নির্বাচন নিয়ে তারানকো ইসিকে কিছু বলেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “তিনি আমাদেরকে কিছু কথা বলে গেছেন, যা আপনাদেরকেও বলেছেন।” চলমান এ আলোচনা নিয়ে সিইসি আশাবাদী কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দিন বলেন, “দেখা যাক কী হয়।রাজনৈতিক পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তাই এখনই কোন মন্তব্য নয়।”

কথা বলার সময় প্রধান নির্বাচন কমিশনারকে গত কয়েক দিনের তুলনায় বেশ উৎফুল্ল দেখা গেছে।

পনের মিনিটের বৈঠক শেষে তারানকো সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। বাংলাদেশে বর্তমানে যে অচলাবস্থা চলছে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা, আন্তরিকতা ও সমঝোতার মনোভাব থাকলেই তার সমাধান হওয়া সম্ভব। সংকট সমাধানে এ মুহূর্তে শান্তিপূর্ণ সংলাপ জরুরি।”

বাংলাদেশে পাঁচ দিনের সফরের তৃতীয় দিনে নির্বাচন কমিশনেই গণমাধ্যমের সামনে প্রথম মুখ খুললেন তারানকো। নতুন বার্তা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন