রামুতে হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্পে সনদ বিতরণকালে চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল

লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে খেলাধুলায় পারদর্শীতা অর্জন করতে হবে

প্রেস বিজ্ঞপ্তি 
রামু উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চারদিন ব্যাপী মহিলা হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনি দিনে প্রধান অতিথি রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন-  ইতিহাস,  ঐতিহ্যে সমৃদ্ধ রামুর মানুষ কক্সবাজারের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অতীতের মত বর্তমানেও প্রশংসনীয় নেতৃত্ব দিয়ে চলেছে। সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায় লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে খেলাধুলায় পারদর্শীতা অর্জন করতে হবে।    
গতকাল ৫ জুন বৃহস্পতিবার বিকেলে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রামু উপজেলার নবাগত নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত  সনদ পত্র  বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  সুবীর বড়–য়া বুলু, বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি। উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও ছড়াকার দর্পণ বড়–য়া,  রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া, প্রবীণ শিক্ষক ফরিদুল আলম, রামু মন্ডল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আজগর হোছাইন, ক্রীড়া শিক্ষিকা আঙ্গুর বালা দাশ ও হোসনে আরা বেগম, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু। প্রশিক্ষক ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার রেফারী আব্দুল মজিদ খান ও আহমদ কবির। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন কৃতি ফুটবল খেলোয়াড় শিপন বড়–য়া, শিক্ষক সুমথ বড়–য়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন রামু ক্রীড়া সংস্থার রেফারী ওমর ফারুক মাসুম। বাছাইকৃত খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত প্রীতি ম্যাচ ক্রীড়ামোদী দর্শকদের উৎফুল্ল করে । উক্ত প্রশিক্ষণে রামু উপজেলার ৪টি স্কুল যথাক্রমে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশ গ্রহন করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন