কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায় সন্ত্রাসীদের উৎপাত

থানায় অভিযোগ করেও নিরাপত্তাহীনতায় বৃদ্ধের পরিবার

নিজস্ব প্রিতিবেদক
থানায় দফায় দফায় অভিযোগ করেও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এবিসি ঘোনা এলাকার এক নিরহ বৃদ্ধ। স্থানীয় মৃত বাঁচা মিয়ার ষাটুর্ধ্ব পুত্র নুরুল ইসলাম নামের বৃদ্ধটি এ ব্যাপারে সামরিক-বেসামরিক উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করে নিজেদের জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
তিনি বলেন, দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার শেফায়েতুল আলম প্রকাশ বাবু, জাফর আলম, নবী হোছনসহ তাদের আরো কিছু অজ্ঞাত সাঙ্গ-পাঙ্গ রয়েছে। যাদের প্রত্যেকেই ৮/১০টি করে বিভিন্ন মামলার পলাতক আসামি। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করাই এদের মূল পেশা ও নেশা। তাদের কারণে সংশ্লিষ্ট এলাকার হাজারো পরিবার আতংকে দিন কাটাচ্ছেন। বৃদ্ধ নুরুল ইসলাম আরো জানান, উক্ত সন্ত্রাসীরা গত ২৮ মে তাদের পরিবারে অত্যাচার করার পর গত ১ জুনে আবারো ত্রাসের রাজত্ব কায়েম করে। এদের বিরুদ্ধে আগের অপরাধের কারণে থানায় অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে তারা দ্বিতীয় অপরাধের ঘটনা ঘটায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়ার পরও সময়মত প্রশাসনিক সহযোগিতা না পাওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। ফলে পুলিশ সুপারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন সন্ত্রাসীদের হাত থেকে আমাদের বাঁচান। তাদের হাতে বিপুল অস্ত্র-শস্ত্র ও সন্ত্রাসী বাহিনী থাকায় আমরা নিরাপত্তাহীনতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন