টেকনাফ প্রতিনিধি: টেকনাফ উপজেলা ও পৌর এলাকায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে একটি সিন্ডিকেট প্রতি বছরের ন্যয় প্রচুর পরিমাণ জাল টাকা এনে মজুদ করেছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। এই টাকা গুলো আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন কলাকৌশলে ব্যয় করবে বলে জানা যায়।
ইদানিং টেকনাফের বিভিন্ন হাট বাজার সমূহের অহরহ জাল টাকা ধরা পড়ছে এবং উক্ত সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি হুন্ডি ব্যবসায়ীরাও সক্রিয় হয়ে বিভিন্ন জায়গায় তাদের হুন্ডির টাকা পৌছে দিচ্ছে। জাল টাকায় যেমনি সরল সহজ লোকজন, ক্রেতা বিক্রেতা হয়রানী হচ্ছে পাশাপাশি হুন্ডি ব্যবসায়ীদের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যপারে আসন্ন ঈদ উপলক্ষে এদের বিরুদ্ধে যথাযথ নেওয়া না গেলে তারা সরল সহজ লোকজনকে সর্বশান্ত করে ছাড়বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন