এম. আমান উল্লাহঃ ‘সুরে সুরে গাও গান’প্রতিপাদ্যকে ধারণ করে মোহনা টি.ভি. আয়োজিত ‘গানের তরী’ শীর্ষক সংগীত প্রতিযোগীতা-২০১৩ এ কক্সবাজারের প্রতিভাধর ক্ষুদেশিল্পী মোঃ পারভেজ জেলা হতে ইয়েস কার্ডে উত্তীর্ণ হয়ে ঢাকা কেন্দ্রীয় পর্যায়ে সারা দেশের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্ধিতা করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। সে বর্তমানে শহরের ডি ওয়ার্ড সরকারী প্রাথমিব বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র।
প্রথম শ্রেণীতে পড়াকালীন হতে সে বিভিন্ন স্থানীয় ও জাতীয় প্রতিযোগীতা ছাড়াও গুরুত্বপূর্ণ মঞ্চ প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছে। সে শহরের বৈদ্যঘোনার সংগীতশিল্পী ও যন্ত্রী মোঃ হাফেজ আহমদ ও গৃহিনী পাখি আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান। তার অর্জিত অসংখ্য জাতীয় ও স্থানীয় পর্যায়ের পুরস্কার, সনদ রয়েছে। সকলের প্রিয় ক্ষুদেশিল্পী পারভেজ ঈদের পরেই দ্বিতীয় রাউন্ডে অংশ নেয়ার জন্য ঢাকায় যাবেন। সে একজন বড় মাপের শিল্পী হয়ে বাবা-মা ও দেশের গৌরব অর্জন করতে চায়। তার জন্ম ১০ই ফেব্রুয়ারী ২০০২ইং কক্সবাজারের বৈদ্যঘোনায়। সে অতীব দারিদ্রতা ও প্রতিকূলতার মধ্য দিয়ে সংগীত চর্চা করে যাচ্ছে। আগামী রাউন্ডে জিতে নিতে সে কক্সবাজারের সকল দর্শকশ্রোতা, শুভানুধ্যায়ীদের কাছে শুভেচ্ছা ও দোয়া প্রার্থী।