রামু কচ্ছপিয়ায় সন্ত্রাসীদের হামলায় এক ব্যক্তি গুরতর আহত

রামু প্রতিনিধি
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মাঝিরকাটায় সন্ত্রাসীদের  হামলায় এক ব্যক্তি গুরতর আহত। এব্যাপারে আটজনকে অভিযুক্ত করে রামু থানায় ০৭ মামলা রুজু করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ৪ জুন বিকাল সাড়ে চার টায় রামু উপজেলার কচ্ছপিয়ার ঘিলাতলী এলাকার মৃত ফরুক আহমদের পুত্র সাহাব উদ্দিন বাহাদুর বোনের জামাতা ছৈয়দ আলমকে পাওনা টাকা দেওয়ার উদ্দেশ্যে বাড়িতে থেকে বের হয়ে মাঝির কাটা এলাকায় পৌছলে আগে থেকে উৎপেতে থাকা মাঝির কাটা এলাকার  সুলতান আহমদের সন্ত্রাসীপুত্র  আবদুর রহিমের নেতৃত্বে একই এলাকার জালাল উদ্দিন ,আরফাত,ওসমান,মোতাহের মিয়া,সোহেল,নুরুল আবছার,কাসেম তাকে অস্ত্রসস্ত্র নিয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে গুরতর আহত করে তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল সেট চিনিয়ে নেয়,তার আর্তচিৎকারে এলাকার লোকজন আগাইয়া আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত সাহাব উদ্দিনকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করেন, অবস্থা অবনতি দেখে ককসবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়, বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে আহত সাহাব উদ্দিন প্রশাসনের কাছে সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের জন্যা জার দাবি জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন