টেকনাফে নৌকা ৬৬ হাজার ৮১৫, লাঙ্গল ৪ হাজার ৮১১ এবং বাতিল ১ হাজার ৩৭৫ ভোট

মৃত ব্যক্তির নামেও ভোট কাস্ট :


সিবিএন: দশম জাতীয় সংসদ নির্বাচনে টেকনাফ উপজেলার ৬ ইউনিয়নের ৪৩টি ভোট কেন্দ্র কনকনে শীত ও ঘণ-কুয়াশার কারণে সকালে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু ভোটার কেন্দ্রে আসে। তবুও বিকালের দিকে মৃত ব্যক্তিরদের নামে জাল ভোট প্রদান করা হয়েছে বলে একাধিক স্থানীয় সুত্রে জানা গেছে। সরকারী ও বিশ্বস্থ সুত্রে প্রাপ্ত কেন্দ্রওয়ারী ভোট হচ্ছে ১নং হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১২৬৫- লাঙ্গল প্রতীক ৭২,কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১১৯৭ – লাঙ্গল প্রতীক ৯৭, হোয়াইক্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৬১৫ – লাঙ্গল প্রতীক ২৩, আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৩৬৯ – লাঙ্গল প্রতীক ৯১, কাঞ্জরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৭২২ – লাঙ্গল প্রতীক ৩২, কাঞ্জরপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৬০৯ – লাঙ্গল প্রতীক ৯০,ঝিমংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ২৪৬৬ – লাঙ্গল প্রতীক ৬৫, নয়াবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ২২১৩ – লাঙ্গল প্রতীক ৭০, খারাংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৯৪৪- লাঙ্গল প্রতীক ৬৩, ২নং হ্নীলা ইউনিয়নের হ্নীলা পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৮৪৬ – লাঙ্গল প্রতীক ১১৯, নাইক্ষ্যংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৫৯২ – লাঙ্গল প্রতীক ১১১, হ্নীলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ২৩২৮- লাঙ্গল প্রতীক ১১৫, হ্নীলা সওজ মাল গুদাম কেন্দ্রে নৌকা প্রতীক ২৩০৮- লাঙ্গল প্রতীক ২৩২, রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১১৯৭ – লাঙ্গল প্রতীক ২১২, লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১২৫৯ – লাঙ্গল প্রতীক ১৭৩, জাদিমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৬২২ – লাঙ্গল প্রতীক ৮৭, ৩নং টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১২৩১ – লাঙ্গল প্রতীক৭৭, হাবিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৮৬৯ – লাঙ্গল প্রতীক ৫৬, লেংগুরবিল এমদাদিয়া মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীক ৮৮৫- লাঙ্গল প্রতীক ৭০, লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১১১৮- লাঙ্গল প্রতীক ৮০,মহেশখালীয়া পাড়া মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীক ১৬০৮- লাঙ্গল প্রতীক ৮৫, পল্লানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৫০৬- লাঙ্গল প্রতীক ৫৮, বড় হাবিব পাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৭০৭ – লাঙ্গল প্রতীক ৯২, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ২০৫০- লাঙ্গল প্রতীক৩৭, টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ২১৭৬- লাঙ্গল প্রতীক ২৫, টেকনাফ ডিগ্রী কলেজ কেন্দ্রে নৌকা প্রতীক ১৫৮৯- লাঙ্গল প্রতীক ৯১, টেকনাফ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীক ৩০২৮- লাঙ্গল প্রতীক ৫৪, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৪৮৫- লাঙ্গল প্রতীক ৯৬, টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৫২১- লাঙ্গল প্রতীক ৭৭, ৪নং সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল সরকারী প্রাইমারী ও আল হোছাইনিয়া মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীক ২০৭৩ – লাঙ্গল প্রতীক ৬৬, সাবরাং সরকারী প্রাইমারী ও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ২৫৫৩ – লাঙ্গল প্রতীক ৮৪, আলীর ডেইল সাইক্লোন শেল্টার কেন্দ্রে নৌকা প্রতীক ১০২৯- লাঙ্গল প্রতীক ৫৯, কাটাবনিয়া সাইক্লোন শেল্টার কেন্দ্রে নৌকা প্রতীক ১৫০৯ – লাঙ্গল প্রতীক১৩০,নয়াপাড়া সঃ প্রাইমারী ও নবী হোছাইন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৭৩৪- লাঙ্গল প্রতীক ১০২, শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া রেজিঃ প্রাইমারী স্কুল কেন্দ্রে নৌকা প্রতীক ১৪২৬- লাঙ্গল প্রতীক ১৭০,শাহপরীর দ্বীপ দারুল শরীয়াহ মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীক ১৭২৮ – লাঙ্গল প্রতীক ২২৮, ডাংগরপাড়া রেজিঃ প্রাইমারী ও সাইক্লোন শেল্টার কেন্দ্রে নৌকা প্রতীক ১৩২১ – লাঙ্গল প্রতীক ৩২৩,৫নং বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪১৮৭ ভোটের মধ্যে ৩২৬২ ভোট গৃহীত হয়। এতে নৌকা প্রতীক ২৯১৯ – লাঙ্গল প্রতীক ১৯৭, উত্তর শীলখালী প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার কেন্দ্রে নৌকা প্রতীক ১৫৫১- লাঙ্গল প্রতীক ১১৭, দক্ষিণ শীলখালী সঃ প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার কেন্দ্রে নৌকা প্রতীক ১৯০০ – লাঙ্গল প্রতীক ২৫০, বড় ডেইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১২৩৫ – লাঙ্গল প্রতীক ১৭৯, নোয়াখালী পাড়া রহমানিয়া মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীক ১৪৪৬ – লাঙ্গল প্রতীক ১৫৫, ৬নং সেন্টমার্টিন ইউনিয়নের জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১২০৭ – লাঙ্গল প্রতীক ১৮৬ ভোট পেয়েছে। এতে টেকনাফে ৪৩ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে ৬৬,৮১৫ ভোট ; লাঙ্গল প্রতীক পেয়েছে,৪,৮১১ ভোট এবং বাতিল হয়েছে ১,৩৭৫ ভোট। উল্লেখ্য এই নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী কোন এজেন্ট না দিয়ে নির্বাচন চলাকালে নির্বাচন বয়কট করার ঘোষণা দেওয়ায় ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন