মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর প্রচন্ড ভীড়

মহেশখালী প্রতিনিধি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর প্রচন্ড ভীড় পড়েছে। গত ১৬ জুন সকাল ১০ ঘটিকা থেকে হাসপাতালে দেখা যায় ডায়রিয়া রোগীর জন্য কোথাও জায়গা নাই।
হাসপাতালের খালি জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। স্যালাইন দেখা যায় প্রতিটি রোগীর হাতে। বেশীরভাগ রোগী মহিলা। লক্ষ্য করা গেছে পাহাড়ের পাশে যাদের বাড়ী ও চর এলাকায় যাদের বাড়ী ঐ এলাকার মহিলারা ডায়রিয়ার প্রকোপে পড়ছে বলে জানা যায়। এদিকে শুকুরিয়া পাড়ার হাসিনা আক্তার জানায় পাড়ালিয়া ডাক্তার থেকে ঔষুধ খেয়েও পায়খানা বন্ধ না হওয়াতে হাসপাতালে ভর্তি হয়েছি। একই কথা বলেন কুতুবজোমের চরপাড়া এলাকার নয়ন বানু। ডাক্তার থেকে জিজ্ঞেসা করিলে আবহাওয়া ও অপরিষ্কারের কারণে এই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সরকারীভাবে আরো কিছু ডায়রিয়া ঔষুধ পত্র কর্তৃপক্ষ হাসপাতালে দেওয়ার জন্য অতীব প্রয়োজন বলে জানা যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন