বাংলানিউজ: আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকেও প্রচারণায় নামতে হবে। এখন থেকে আগামী ছয় মাস বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতি,
সন্ত্রাস ও নির্যাতনের চিত্র তুলে ধরতে হবে। মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে, তাদের সময়কার কথা।
সন্ত্রাস ও নির্যাতনের চিত্র তুলে ধরতে হবে। মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে, তাদের সময়কার কথা।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, মানুষ যদি আওয়ামী লীগের দুর্নীতির কথা বলে, তাহলে তখন বলবেন, আসুন আমরা বিএনপির আমলের দুর্নীতির সঙ্গে এ আমলের দুর্নীতির তুলনা করি।
জয় বলেন, বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আগামী দশ/পনেরো বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় এলে আমরা কালো দিনে ফিরে যাবো।
তিনি আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য ফিরে আসবে বিএনপি ক্ষমতায় এলে। আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে বাংলাদেশের চেহারা বদলে দেবে।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে জয় বলেন, গত চার বছর আওয়ামী লীগ কিভাবে দেশ চালিয়েছে, তা আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন, গত সাড়ে চার বছরে পুলিশ, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে কোনো ভবন সৃষ্টি হয়নি। এ সময় কোনো ভবনকে চাঁদা দিতে হয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ গত সাড়ে চার বছর মানুষের সেবায় কাজ করছে। একমাত্র আওয়ামী লীগ দেশকে সামনে এগিয়ে নিয়েছে। যতো উন্নতি হয়েছে, তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। ঢাকায় ফ্লাইওভার নির্মিত হয়েছে, হাতিরঝিল প্রকল্প নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে। দেশের অর্থনীতি দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে।
বিএনপির সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপি হাওয়া ভবন সৃষ্টি করে চাঁদাবাজি করেছে। তাদের আমলে শুধু খাম্বা হয়েছে, ১ মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে আজকে মানুষ শান্তিতে ইফতার করতে পারছে। গ্যাস, বিদ্যুতের সমস্যা নেই, লোডশেডিংয়ের ভয় নেই।
বিএনপির দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, টিআইবির জরিপেই বলে, আমরা এখন কোথায় আছি। অথচ বিএনপি আমলে আমরা টানা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান ছিলাম। আজকে হলমার্ক, ডেসটিনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি আমলে এসব হলে কখনো ব্যবস্থা নেওয়া হতো না।
দ্রব্যমূল্য সর্ম্পকে জয় বলেন, আজকে মানুষ শান্তিতে ইফতার করতে পারছে। তারা খাবার কিনতে পারছে। অথচ বিএনপি আমলে চাল-ডালের দাম এমনভাবে বাড়তো যে, মানুষ এগুলো কিনতে পারতো না।
দেশ সন্ত্রাস নৈরাজ্য থেকে মুক্তি পেয়েছে বলেও মন্তব্য করেন জয়।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মহিউদ্দিন মহি, এনায়েত কবির চঞ্চল, ফজলুল হক আতিক প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন